Text size A A A
Color C C C C
পাতা

সাধারণ তথ্য

সুনামাগঞ্জ জেলার ১২টি থানাকে ২টি সার্কেলে বিভক্ত করা হয়েছে। ১) সুনামগঞ্জ সার্কেল, ২) দিরাই সার্কেল

সুনামগঞ্জ সার্কেলের অধীনে রয়েছে ৬টি থানা( ছাতক,জগন্নাথপুর, দক্ষিণ সুনামগঞ্জ, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর) এবং দিরাই সার্কেলের অধীন ৫ টি থানা(দিরাই, শাল্লা, ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ) এছাড়া সুনামগঞ্জ সদর থানাকে মডেল থানায় রূপান্তর করা হয়েছে। টি সার্কেলে ২ জন সহকারী পুলিশ সুপার ও মডেল থানায় ১জন সহকারী পুলিশ সুপার দায়িত্ব পালন করছেন।