Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Details
আসন্ন পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলা পুলিশ স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন সেক্টরের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন), পুলিশ সুপার (সাময়িক দায়িত্ব) তাপস রঞ্জন ঘোষ।
সভায় উপস্থিত ব্যবসায়ী ও অন্যান্য প্রতিনিধি আসন্ন রমজান মাসে শহরের সার্বিক নিরাপত্তা, পণ্যের কৃত্রিম সংকট রোধ, পুলিশের টহল জোরদারকরণ, অবৈধভাবে ফুটপাত দখল, যানজট নিরসন, শহরে ট্রাক প্রবেশের সময় নির্ধারণ, রাস্তার পাশে মাছ বিক্রি বন্ধকরণ এবং টাকা বহনে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।
পুলিশ সুপার (সাময়িক দায়িত্ব) তাপস রঞ্জন ঘোষ তার বক্তব্যে জানান, জেলা পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। শহরের গুরুত্বপূর্ণ মার্কেট ও পয়েন্টে পুলিশ মোতায়েন করা হবে। ছিনতাই ও চুরি প্রতিরোধে দিনে ও রাতে নিয়মিত টহল ডিউটি চালু থাকবে এবং সাদা পোশাকে পুলিশ নিয়োজিত থাকবে। তিনি সাধারণ জনগণকে ব্যক্তিগত নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এবং বড় অঙ্কের টাকা বহনের ক্ষেত্রে পুলিশের সহায়তা গ্রহণের অনুরোধ জানান। এছাড়া ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে জেলা পুলিশ নিরবচ্ছিন্নভাবে কাজ করবে এবং রমজানে কৃত্রিম সংকট তৈরি করে বাজারে অস্থিরতা যেন সৃষ্টি না হয়, সে বিষয়েও নজরদারি রাখা হবে বলে তিনি আশ্বস্ত করেন। 
উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, অফিসার ইনচার্জ (সুনামগঞ্জ সদর মডেল থানা) মো. আবুল কালাম, ডিআইও-১ মো. আজিজুর রহমান, ওসি ডিবি মোহাম্মদ আহমদ উল্যা ভূঁইয়াসহ সুনামগঞ্জ জেলার স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন সেক্টরের ব্যক্তিবর্গ।
Images
Attachments
Publish Date
27/02/2025
Archieve Date
26/03/2025