Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
জগন্নাথপুরে এনআইডি জালিয়াতি: নির্বাচন অফিসারসহ ২ জন গ্রেফতার
Details
জাতীয় পরিচয়পত্র (NID) জালিয়াতির চাঞ্চল্যকর ঘটনায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসার মো: মুজিবুর রহমান ও ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলমকে গ্রেফতার করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনায় গোপন তদন্তে জালিয়াতি চক্রের সন্ধান পাওয়ার পর এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়।
সোমবার (২৭ জানুয়ারি ২০২৫ খ্রি.) নির্বাচন কমিশনের উপপরিচালক (নিবন্ধন ও প্রবাসী) মোঃ তকদির আহমেদ এবং সহকারী প্রোগ্রামার (তথ্য ব্যবস্থাপনা) আমিনুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে সার্ভারের ডাটাবেজ পরীক্ষা করে দেখা যায়, প্রবাসে অবস্থানরত সাদিকুর রহমান, তানভীর হাসান ও মোহাম্মদ লিটন আহমেদ-এর নামে একাধিক এনআইডি তৈরির জন্য জালিয়াতি করা হয়েছে। ভোটারদের বায়োমেট্রিক তথ্য (ফিঙ্গারপ্রিন্ট ও আইরিশ স্ক্যান) বিকৃত করে অবৈধভাবে নিবন্ধন করা হয়েছে।
এই জালিয়াতিতে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়ায় জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসার মো: মুজিবুর রহমান এবং ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলম-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের পাশাপাশি সাদিকুর রহমান, তানভীর হাসান ও মোহাম্মদ লিটন আহমেদ-এর বিরুদ্ধেও জেলা নির্বাচন অফিসার, সুনামগঞ্জ-এর অভিযোগের ভিত্তিতে জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০১০ এবং ভোটার তালিকা আইন ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মঙ্গলবার (২৮ জানুয়ারি ২০২৫ খ্রি.) জগন্নাথপুর থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Images
Attachments
Publish Date
28/01/2025
Archieve Date
27/02/2025