Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
জামালগঞ্জে পৃথক পুলিশি অভিযানে ০১ কেজি ২০০ গ্রাম গাঁজা এবং ৪২০০০ শলাকা ভারতীয় শেখ নাসিরউদ্দিন বিড়িসহ ০৩ জন গ্রেফতার।
Details
১ম অভিযান :
গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ-এর নেতৃত্বে এসআই মেহেদী হাসান, এএসআই সুমন চন্দ্র গোপ, নারী এএসআই মোছাঃ ফাহিমা খাতুন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ১২-১২-২০২২ খ্রিঃ ২২:৩০ ঘটিকায় সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানাধীন লক্ষীপুর গ্রামে ধৃত আসামীর চায়ের দোকানে অভিযান পরিচালনা করে ০১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ আসামী ১। অনন্যা আক্তার কথা (৩০), পিতা-মৃত শামছুদ্দিন, স্বামী-ফজলু মিয়া, সাং-বালুয়াকান্দি, ডাকঘর-অনন্তপুর, থানা ও জেলা-নেত্রকোনা এবং ২। মোঃ হোসেন আহমেদ (৪৪), পিতা-দিলোয়ার হোসেন, মাতা-নুরাই বিবি, সাং-পূর্ব লক্ষীপুর, ডাকঘর-গোলকপুর, থানা-জামালগঞ্জ, জেলা-সুনামগঞ্জ’দ্বয়কে গ্রেফতার করেন।


২য় অভিযান :
গোপন সংবাদের ভিত্তিতে এসআই প্রণয় কুমার সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ১২-১২-২০২২ খ্রিঃ ২৩:৪৫ ঘটিকায় সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানাধীন চাঁনপুর গ্রামে জনৈক মোঃ আইয়ুব আলীর বসতঘর হতে একটি চটের বস্তায় ৬টি কার্টুন, প্রতি কার্টুনে ৭০০০ শলাকা করে সর্বমোট ৪২০০০ শলাকা ভারতীয় তৈরি আমদানী নিষিদ্ধ শেখ নাসিরউদ্দিন বিড়িসহ আসামী শফিকুল ইসলাম (৩২), পিতা-জয়নাল আবেদীন, সাং-মমিনপুর, থানা-জামালগঞ্জ, জেলা-সুনামগঞ্জকে গ্রেফতার করেন। 
উক্ত ঘটনায় জামালগঞ্জ থানায় পৃথক পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।
Attachments
Publish Date
13/12/2022
Archieve Date
31/01/2023