সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১২৫ বস্তা রসুনসহ একজন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সুনামগঞ্জ ডিবি পুলিশের এসআই মোহাম্মদ আব্দুল বাতেন। তার সাথে ছিলেন এএসআই মোঃ শরীফ মিয়া, কনস্টেবল কাওছার আহমেদ এবং কনস্টেবল আদিলুর রহমান।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন ফালু মিয়া (২৭), যিনি দোয়ারাবাজার থানার কুশিউরা গ্রামের বাসিন্দা।
গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ডিবি পুলিশ দোয়ারাবাজার থানাধীন শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায়। অভিযানে প্রায় ২,৫০০ কেজি (১২৫ বস্তা) রসুন ও একটি ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত রসুনের আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত ব্যক্তি বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে রসুন সংগ্রহ করে অবৈধভাবে ভারতে রপ্তানির চেষ্টা করছিল। তবে, রপ্তানি সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র সে প্রদর্শন করতে পারেনি। শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে রসুন ভারতে পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত ফালু মিয়াকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS