Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
ডিবি পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
Details

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে গাঁজাসহ ২ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার। গ্রেফতারকৃতরা হলেন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন ইসুবপুর গ্রামের বাসিন্দা সাহিরুল ইসলাম (২০) এবং জগন্নাথপুর থানাধীন জয়নগর গ্রামের বাসিন্দা জাহিদ হাসান (২৫)।গোপন সংবাদের ভিত্তিতে (২৫ এপ্রিল) শুক্রবার রাত পৌনে ১১টার দিকে সুনামগঞ্জ সদর থানাধীন কাঠৈর ইউনিয়নের গুলেরগাও নতুন বাজারে ডিবি পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃতদের নিকট থেকে ১৫ কেজি গাঁজা যার আনুমানিক মূল্য দুই লক্ষ ২৫ হাজার টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি TOYOTA COROLLA  ব্যান্ডের 100 মডেলের একটি সাদা প্রাইভেটকার যার আনুমানিক মূল্য তিন লক্ষ টাকা।  এই অভিযানের নেতৃত্বে ছিলেন এসআই তানজির আহমেদ। তার সাথে ছিলেন এএসআই দিবাস চন্দ্র দাশ এবং সঙ্গীয় ফোর্স কনস্টেবল মোঃ আরিফিন চৌধুরী, কনস্টেবল আদিলুর রহমান ও কনস্টেবল সোহান মিয়া।গ্রেফতারকৃতের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

Images
Attachments
Publish Date
26/04/2025
Archieve Date
25/05/2025