তাহিরপুর থানার এসআই আবুল কালাম চৌধুরী সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৩৫ বোতল ভারতীয় মদসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন তাহিরপুর থানার চাঁনপুর গ্রামের মরতুজ আলীর ছেলে মহরম আলী (২৩) এবং নেত্রকোনা জেলার খালিয়াজুরি থানার রৌয়াইল গ্রামের রমেন্দ্র নারায়ন সরকারের ছেলে অপেন সরকার (২২)। গতকাল মঙ্গলবার (১৯ মার্চ ২০২৪ খ্রি.) রাত সোয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানাধীন শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর সামনে রাস্তার উপর এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটককৃত আসামিদ্বয়ের নিকট থেকে ৩৫ বোতল Officer's Choice নামক ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ উদ্ধারপূর্বক জব্দ করা হয়। আটককৃত আসামিদ্বয় ১টি মোটরসাইকেলে করে উদ্ধারকৃত মাদক পরিবহন করছিল। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে তাহিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS