Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
দিরাই থানা পুলিশের অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
Details
দিরাই থানা পুলিশের অভিযানে একটি ধর্ষণ মামলায় অভিযুক্ত এজাহারনামীয় আসামি মজিদ মিয়া (৪০)-কে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি দিরাই থানার সিংহনাথ পটলপাড়া গ্রামে। দিরাই থানার এসআই মো. আব্দুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ গত ১৪ জানুয়ারি রাতে কাচপুর (বিসিক) এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করেন। পরবর্তীতে  আজ বুধবার (১৫ জানুয়ারি) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গত ৪ নভেম্বর ২০২৪ খ্রি. রাতে অভিযুক্ত মজিদ মিয়া তার পাশের বাড়ির এক কিশোরীর (১৫) ঘরের পেছনের দরজার টিন কেটে ভেতরে প্রবেশ করেন। ঘুমন্ত অবস্থায় ভিকটিমের মুখ ও হাত ওড়না দিয়ে বেঁধে ভয়ভীতি দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরবর্তীতে তার মামাতো বোনের সহায়তায় মুক্ত হয়ে ভিকটিম পরিবারকে বিষয়টি জানায়।
ঘটনার পর ভিকটিমের পিতা আজির উদ্দিন দিরাই থানায় অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়। মামলা রুজুর পর থেকেই দিরাই থানা পুলিশ অভিযুক্তকে গ্রেফতারে বিভিন্ন স্থানে একাধিক অভিযান চালায়। অবশেষে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় অভিযান চালিয়ে মজিদ মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।
Images
Attachments
Publish Date
15/01/2025
Archieve Date
14/02/2025