Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
ধর্মপাশায় পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
Details
সুনামগঞ্জের ধর্মপাশা থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সোহেল মিয়া (৩৮), তিনি ধর্মপাশা থানাধীন আহম্মদপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ধর্মপাশা থানার একটি পুলিশ দল সোহেল মিয়ার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে তার নিকট থেকে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একইসাথে নগদ ১ হাজার ৩১০ টাকা ও একটি স্মার্টফোন জব্দ করা হয়। অভিযানটি এসআই হাফিজুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত হয়। অভিযানে তার সাথে ছিলেন এএসআই সাইফুল ইসলাম, এএসআই হাবিবুর রহমান ও পুলিশের অন্যান্য সঙ্গীয় ফোর্স। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধর্মপাশা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Images
Attachments
Publish Date
14/04/2025
Archieve Date
13/05/2025