Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সুনামগঞ্জ-এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।
Details

সুনামগঞ্জ জেলার শাল্লা থানাধীন উজানগাঁও গ্রামে ০১-০২-২০২৩ খ্রি. রোজ বুধবার সকাল ১১:৩০ ঘটিকায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সুনামগঞ্জ জেলার উদ্যোগে হতদরিদ্র ১২০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সুনামগঞ্জ জেলার সভানেত্রী নুরুন্নাহার মুনমুনসহ সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্ উপস্থিত থেকে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পুনাকের সদস্যবৃন্দসহ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রিপন কুমার মোদক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সগণ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী), উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট দিপু রঞ্জন দাস, আটগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আন নোমানসহ স্থানীয় সুধীজন।

Attachments
Publish Date
01/02/2023
Archieve Date
30/04/2023