আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। এ দিনটি বাঙালি জাতির জন্য চিরস্মরণীয় ও গৌরবময়। জাতির এই মহান অর্জনের দিনটিকে যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করতে সূর্যোদয়ের সাথে সাথে সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে অবস্থিত শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
মহান বিজয় দিবসে সুনামগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান, পিপিএম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে সকাল ৮টায় জেলা সার্কিট হাউজ প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় জেলা পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সমন্বয় গঠিত একটি সুসজ্জিত চৌকস দল শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে গার্ড অব অনার প্রদান করে। অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান পিপিএম, জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS