Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
সুনামগঞ্জে টিআরসি নিয়োগ: স্বপ্নপূরণের পথে ৭২ জন।
Details

সুনামগঞ্জ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ সেপ্টেম্বর-২০২৪ এর চূড়ান্ত মেডিকেল রিপোর্ট প্রদান করা হয়েছে। আজ ৫ ডিসেম্বর, বৃহস্পতিবার, জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত মেডিকেল রিপোর্ট প্রদান এবং একই সঙ্গে, নতুনদের ভবিষ্যতের দায়িত্ব, কর্তব্য এবং পুলিশের আদর্শ বজায় রাখার বিষয়ে ব্রিফিং দেওয়া হয়।


এবারের নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা, মেধা এবং শারীরিক যোগ্যতার ভিত্তিতে সুনামগঞ্জ থেকে ৭২ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে অধিকাংশই অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের সন্তান, যারা কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, পিপিএম। সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, স্থানীয় মিডিয়া প্রতিনিধিবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যগণ।


পুলিশ সুপার তাঁর বক্তব্যে নির্বাচিত প্রার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সম্মান বৃদ্ধিতে নির্বাচিত প্রার্থীদের প্রতি আহ্বান জানান।


নির্বাচিত প্রার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। একটি স্বচ্ছ ও সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ পরিবারের সন্তানদের স্বপ্ন পূরণের সুযোগ করে দেওয়ায় জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞ জানান তারা।


উপস্থিত সাংবাদিকবৃন্দ শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে উত্তীর্ণ নবীন প্রার্থীদের সৎ, নিষ্ঠাবান এবং দেশপ্রেমিক হয়ে কাজ করার আহ্বান জানান। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই নবীন প্রজন্মের হাত ধরে বাংলাদেশ পুলিশের সুনাম আরও উজ্জ্বল হবে এবং দেশের সেবায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


সুনামগঞ্জে টিআরসি নিয়োগ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ায় প্রার্থীরা যেমন আনন্দিত, তেমনি জেলার মানুষের কাছেও এটি গর্ব ও উদ্দীপনার বিষয়।

Images
Attachments
Publish Date
05/12/2024
Archieve Date
05/01/2025