সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৫ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন সুনামগঞ্জ সদর থানার উত্তর আরপিননগর এলাকার বাসিন্দা ইমন গনি (২৯)।
বুধবার (৮ জানুয়ারি) রাত সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালনায় নেতৃত্ব দেন এসআই মোহাম্মদ আব্দুল বাতেন। তার সঙ্গে ছিলেন এএসআই সুদীপ চন্দ্র বিশ্বাস, কনস্টেবল শামছুল হক ও কনস্টেবল জাবরুল। অভিযানের সময় ইমন গনির কাছ থেকে ১২ বোতল AC BLACK এবং ৩ বোতল ROYAL STAG ব্র্যান্ডের মোট ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ইমন গনির বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। তাকে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS