Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
সুনামগঞ্জে পুনাক শিল্প-পণ্য মেলা ২০২২ উদ্বোধন
Details
সুনামগঞ্জ সদর থানাধীন ষোলঘর জেলা ক্রীড়া সংস্থার মাঠে গত ২৩ই নভেম্বর ২০২২ খ্রি. রোজ বুধবার দুপুরে সুনামগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর উদ্যোগে মাসব্যাপী পুনাক শিল্প-পণ্য মেলা-২০২২ উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় পুলিশ নারী কল্যাণ সমিতির সহ-কোষাধ্যক্ষ (কার্যকরী সদস্য) বেগম মোছা: উম্মে কুলসুম (রুপা আহম্মেদ) উপস্থিত হয়ে ফিতা কেটে এবং পায়রা উড়িয়ে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। পুনাক শিল্প-পণ্য মেলা উপলক্ষ্যে পুনাক, সুনামগঞ্জ জেলার সভাপতি নুরুন্নাহার মুনমুন-এর সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, দিরাই সার্কেল, সুনামগঞ্জ-এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানের শুরুতে মিসেস মির্জা নিজুয়ারা, কোষাধ্যক্ষ, পুনাক, সুনামগঞ্জ স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম, ডিআইজি, সিলেট রেঞ্জ। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্, সুনামগঞ্জ জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জাকির হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, পৌর মেয়র নাদের বখত, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ খায়রুল হুদা চপলসহ অন্যান্য অতিথিবৃন্দ। উক্ত আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষপর্যায়ে সভাপতির বক্তব্য রাখেন পুনাক, সুনামগঞ্জ জেলার সভানেত্রী নুরুন্নাহার মুনমুন। এ সময় তিনি অনুষ্ঠানে আগত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আলোচনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। 
এর আগে সকাল ১১:৪৫ ঘটিকায় সিলেট রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম,  মহোদয় সুনামগঞ্জ সার্কিট হাউজে উপস্থিত হলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান সুনামগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্। সার্কিট হাউজ প্রাঙ্গণে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় কেন্দ্রীয় পুলিশ নারী কল্যাণ সমিতির সহ-কোষাধ্যক্ষ (কার্যকরী সদস্য) বেগম মোছা: উম্মে কুলসুম (রুপা আহম্মেদ)-কে ফুলেল শুভেচ্ছা জানান পুনাক সুনামগঞ্জ জেলার সভাপতি নুরুন্নাহার মুনমুন।
Attachments
Publish Date
23/11/2022
Archieve Date
31/12/2022