Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
সুনামগঞ্জে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান।
Details

১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে রাজারবাগ পুলিশ লাইন্সে প্রথম প্রতিরোধ গড়ে তুলেন বাংলাদেশ পুলিশ। পুলিশ সদস্যরা সক্রিয়ভাবে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। যাদের মধ্যে অনেকে শহীদ হন, অনেকে আহত হন এবং অনেক পুলিশ সদস্য বীরত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য খেতাব প্রাপ্ত হন। তাদের এই অবদানকে স্মরণ করে রাখার জন্য আজ ১৮ই ডিসেম্বর ২০২২ খ্রি: সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে ১০:০০ ঘটিকায় সুনামগঞ্জ জেলায় বসবাসকারী অবসর প্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুনামগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রিপন কুমার মোদক-এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্ মহোদয়। অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার মহোদয় অবসর প্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গের সাথে কুশল বিনিময় এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। অনুষ্ঠানে ‍সুনামগঞ্জ জেলায় বসবাসকারী পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যগণ তাদের অনুভূতি প্রকাশ করেন এবং বিভিন্ন সমস্যার কথা পুলিশ সুপার মহোদয়ের নিকট তুলে ধরেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অবসর প্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন তাহিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাহিদুর রহমান, ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী। পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্ স্বাধীনতা যুদ্ধে পুলিশের গৌরবময় বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন এবং সুনামগঞ্জ জেলায় বসবাসকারী অবসর প্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে পুলিশ সুপার মহোদয় উপস্থিত অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গদের সুনামগঞ্জ জেলা পুলিশের পক্ষ হতে উপহার সামগ্রী প্রদান করেন। 

Attachments
Publish Date
18/12/2022
Archieve Date
31/01/2023