Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
সুনামগঞ্জে বড়দিন উপলক্ষ্যে গীর্জা পরিদর্শন করলেন পুলিশ সুপার।
Details

আজ ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন। এই উপলক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে সুনামগঞ্জ জেলায় অবস্থিত প্রতিটি গীর্জা ও চার্চে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ সকাল ১১টায় পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্ সদর থানাধীন হাছন নগরে অবস্থিত প্রেসবিটারিয়ান গীর্জা পরিদর্শন করেন। এ সময় তিনি জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে কেক প্রদান করে এবং কেক কেটে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন। পরে গীর্জার প্রতিনিধিগণ পুলিশ সুপারকে সম্মাননা স্মারক প্রদান করেন।

গীর্জা পরিদর্শনের সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সদর থানার অফিসার ইনচার্জ, মোঃ খালেদ চৌধুরী, প্রেসবিটারিয়ান গীর্জার সভাপতি এন. ই. ফেইরক্রস, সাধারণ সম্পাদক ডেনিস চক্রবর্তী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ খ্রিস্টধর্মাবলম্বী অনুসারীগণ উপস্থিত ছিলেন।

Attachments
Publish Date
25/12/2023
Archieve Date
25/01/2024