Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
সুনামগঞ্জে শুরু হলো মহান বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা-২০২৩
Details

সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা স্টেডিয়াম মাঠে শুরু হলো মহান বিজয় দিবস কাবাডি (বালক ও বালিকা) প্রতিযোগিতা-২০২৩। আজ সোমবার (১১ ডিসেম্বর ২০২৩ খ্রি.) সকাল ১১টায় পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। 


প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন ‘আমাদের খেলাধুলার বিকল্প নাই। আমাদের সন্তানদেরকে মাঠে আনতে হবে। বর্তমান প্রযুক্তির যুগে আমাদের সন্তানেরা মাঠ থেকে অনেক দূরে চলে গেছে। শারিরিকভাবে সুস্থতার প্রধান নিয়ামক হচ্ছে তাকে মাঠে যেতে হবে, খেলতে হবে। শারিরিকভাবে সুস্থ্য হয়ে আমাদের একটি সন্তান যদি বেড়ে না ওঠে, তাহলে তাকে দিয়ে আমরা কোনকিছু আশা করতে পারবো না।‘


পরে পুলিশ সুপার প্রতিযোগিতায় অংশ নেয়া দলগুলোর খেলোয়াড় ও কোচিং স্টাফদের সাথে পরিচিত হন। এই প্রতিযোগিতায় সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানা থেকে পুরুষ ১০টি এবং নারী ৫টি দল অংশগ্রহণ করেছে।


এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাজন কুমার দাস, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, জেলা কাবাডি ফেডারেশনের নেতৃবৃন্দ, আয়োজন কমিটির সদস্যবৃন্দসহ অংশগ্রহণকারী সকল দলের খেলোয়ার ও কোচিং স্টাফগণ উপস্থিত ছিলেন।

Attachments
Publish Date
11/12/2023
Archieve Date
12/01/2024