Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
সুনামগঞ্জে শেষ হলো টিআরসি নিয়োগ মাঠ পরীক্ষার কার্যক্রম।
Details
সুনামগঞ্জ জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা (সেপ্টেম্বর)-২০২৪ এর কার্যক্রম ২৯ অক্টোবর থেকে শুরু হয়। আজ, ৩১ অক্টোবর ২০২৪ খ্রি. সকাল ৮টা থেকে জেলা পুলিশ লাইন্স মাঠে চূড়ান্ত দিনের মাঠ পরীক্ষার কার্যক্রম শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়।
আজকের পরীক্ষায়, দ্বিতীয় দিনে মাঠ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের অংশ হিসেবে পুরুষ প্রার্থীদের ১৬০০ মিটার দৌড়, নারী প্রার্থীদের ১০০০ মিটার দৌড়, ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিং পরীক্ষা নেওয়া হয়। টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত দিনের কার্যক্রম পরিচালনা করেন পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, পিপিএম।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) মো. নাসিম উদ্দিন, সুনামগঞ্জ সিভিল সার্জন মনোনীত দুইজন ডাক্তার এবং পুলিশ হেডকোয়ার্টার্স থেকে মনোনীত অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার আজকের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ১২ই নভেম্বর অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষার বিষয়ে ব্রিফিং করেন। এ সময় তিনি আবারও সকলকে সতর্ক করেন যে, নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার আর্থিক লেনদেনের সাথে জড়িত না হওয়ার জন্য। যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে বলে তিনি সকলকে আশ্বস্ত করেন।
মাঠ পরীক্ষায় চূড়ান্তভাবে মোট ৫৭৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন, যার মধ্যে ৫২৬ জন পুরুষ এবং ৪৯ জন নারী প্রার্থী। এই চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ১২ই নভেম্বর ২০২৪ খ্রি. সকাল ১০টায় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জে অনুষ্ঠিত হবে।
Images
Attachments
Publish Date
31/10/2024
Archieve Date
30/11/2024