Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানা পুলিশের অভিযানে ৪২০ বস্তা ভারতীয় কয়লাসহ ০৬ জন গ্রেফতার।
Details
সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ শাহাদাত হোসাইন অদ্য ১৫-০৭-২০২৩ খ্রি. ভোর ০৫:২৫ ঘটিকায় তাহিরপুর থানাধীন জয়পর (নতুনহাটি) সাকিনস্থ টাঙ্গুয়ার হাওড় পাড়ে একটি ইঞ্জিন চালিত নৌকা আটক করে সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ১। মোঃ হারুন মিয়া (১৯), ২। মোঃ মামুন হোসেন (২২), উভয় পিতা-মৃত জজ মিয়া, ৩। মোঃ সাইদুল হক (২৪), পিতা-মোঃ নূর ইসলাম, ৪। মোঃ আলমগীর হোসেন (২৪), পিতা-মোঃ উসমান, সর্বসাং-সোনাপুর, ৫। মোঃ আতিকুল ইসলাম (২০), পিতা-গিয়াস উদ্দিন, সাং-কলাগাঁও, ৬। মোঃ মনির হোসেন (২৯), পিতা-মৃত হাতেম আলী, সাং-রতনপুর (কামনাপাড়া), সর্বথানা-তাহিরপুর, জেলা-সুনামগঞ্জদেরকে আটক করেন। আটককৃত আসামিদের হেফাজতে থাকা ২০ কেজি করে ৪২০ বস্তা ভারতীয় জ্বালানী (কয়লা) সর্বমোট পরিমাণ ৮৪০০ (আট হাজার চারশত) কেজি যার আনুমানিক মূল্য ৮৪,০০০/- টাকাসহ আটককৃত ইঞ্জিন চালিত নৌকাটি উদ্ধারপূর্বক জব্দ তালিকামূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিগণ জব্দকৃত কয়লার আমদানী সংক্রান্ত বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। গ্রেফতারকৃত আসামিগণ পরস্পর যোগসাজসে শুল্ক ফাঁকি দিয়ে জব্দকৃত কয়লা ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে বিক্রয়ের উদ্দেশ্যে বাংলাদেশে আনায় তাদের বিরুদ্ধে তাহিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিগণকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Image
Images
Attachments
Publish Date
15/07/2023
Archieve Date
13/08/2023