সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আল আমিন গত ২০ আগস্ট ২০২৩ খ্রি. দুপুর আড়াইটায় তাহিরপুর থানাধীন জয়শ্রী গোলাবাড়ি গ্রামস্থ আব্দুল লতিফের ছেলে মোঃ হেনাদুল মিয়ার বসতবাড়িতে সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে হেনাদুল মিয়া (৩৫)কে আটক করেন। গ্রেফতারকৃত আসামির বসতঘরে তল্লাশি করে ১৮ বস্তায় মোট ৯০০ কেজি ভারতীয় চিনি যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৮ হাজার টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি জব্দকৃত ভারতীয় চিনি আমদানী সংক্রান্ত কাগজপত্রসহ অন্যান্য বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। আসামি চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখায় তার বিরুদ্ধে তাহিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS