সুনামগঞ্জ জেলায় পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ জানুয়ারি-২০২৪ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। শতভাগ সচ্ছতা, যোগ্যতা ও মেধা ক্রমের ভিত্তিতে মোট ৬১ জন চাকরি প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হন। এর মধ্যে সাধারণ কোটা (পুরুষ) ৩১ জন, মুক্তিযোদ্ধা কোটা (পুরুষ) ১৬ জন, পুলিশ পোষ্য কোটা (পুরুষ) ৪ জন, খুদ্র নৃ-গোষ্টি কোটা (পুরুষ) ১ জন, সাধারণ কোটা (নারী) ৯ জন। গতকাল বুধবার (১৩ মার্চ ২০২৪ খ্রি.) রাত সাড়ে ১১টায় এই চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এর আগে গতকাল সকালে লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দিনব্যাপী মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়।
সুনামগঞ্জ জেলায় টিআরসি নিয়োগ জানুয়ারি-২০২৪ এ প্রাথমিকভাবে মোট ২৭৪৫ জন প্রার্থী আবেদন করে। তার মধ্য থেকে প্রাথমিক কাগজপত্র যাচাই ও মাঠ পরীক্ষায় ৫০৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। লিখিত পরীক্ষায় ১৯৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় স্বাস্থ্য পরীক্ষা করা হবে। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক হলে মৌলিক প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে মনোনীত করা হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS