আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলা পুলিশের তিন দিন মেয়াদি অস্ত্র-গুলি ও বিস্ফোরক ব্যবহারের বিষয়ে বিশেষ প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
আজ বুধবার (১৩ ডিসেম্বর ২০২৩ খ্রি.) সকাল ৮টা থেকে জেলা পুলিশ লাইন্স মাঠে প্রথম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। সুনামগঞ্জ জেলার সকল থানাসহ জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত অফিসার ও ফোর্সগণ এই প্রশিক্ষণ কোর্সে অংশ নেয়। আগামী দুই দিন জেলা পুলিশের সকল ইউনিটে কর্মরত অফিসার ফোর্সদের অংশগ্রহণে প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ জেলাসহ ভোটকেন্দ্রের যেকোনো পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে অফিসার ও ফোর্সদের দক্ষতা বৃদ্ধির জন্য তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS