Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
সুনামগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে শান্তিগঞ্জ থানায় ঘুর্ণিঝড় কবলিত এলাকায় নগদ অর্থ সহায়তা প্রদান।
Details

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার বিভিন্ন এলাকায় গত ৩১ মার্চ রাতে ঘুর্ণিঝড়ে সাধারণ মানুষের ঘরবাড়ি ও দোকানপাট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়। এ সকল  ক্ষতিগ্রস্থ পরিবারকে সুনামগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। আজ বুধবার (৩ এপ্রিল ২০২৪ খ্রি.) বেলা ১২টায় শান্তিগঞ্জ থানার জয়কলস  ইউনিয়নের কারূপদলং এবং পশ্চিম পাগলা ইউনিয়নের নবীনগর ও রায়পুর গ্রামের ক্ষতিগ্রস্থ অসহায় ও দারিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেয়া হয়। সুনামগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জনাব এম এ মান্নান,স্হানীয় জনপ্রতিনিধি, স্হানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে  ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ তুলে দেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্, পিপিএম-সেবা। সুনামগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ ১০০ জনকে ২ হাজার টাকা করে মোট ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

এ সময় পুলিশ সুপার বলেন, ‘বাংলাদেশ পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সময়ের প্রয়োজনে  দরিদ্র ও বিপদগ্রস্ত সাধারণ  মানুষের পাশে দাড়ায়। তারই অংশ হিসেবে  সুনামগঞ্জ জেলা পুলিশ আজকে এই এলাকায় যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে, যারা অসহায়  তাদের পাশে সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়েছে। 

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাজন কুমার দাস, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক, শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী মোক্তাদির হোসেনসহ শান্তিগঞ্জ থানার স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিকবৃন্দসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সগণ উপস্থিত ছিলেন।

Images
Attachments
Publish Date
03/04/2024
Archieve Date
02/05/2024