Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।
Details

সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ নভেম্বর সোমবার বেলা দেড়টা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে অক্টোবর/২০২৪ খ্রি. মাসের জেলার অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, পিপিএম।

অপরাধ পর্যালোচনা সভায় অক্টোবর ২০২৪ মাসের জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। গুরুত্বপূর্ণ মামলাসমূহের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয় এবং পরবর্তী করণীয় নির্ধারণ করা হয়। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ উপস্থিত ছিলেন।


অপরাধ পর্যালোচনা সভা শেষে বিকাল সাড়ে ৩টায় জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে অফিসার ও ফোর্সদের উপস্থিতিতে কল্যাণ সভাটি অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, পিপিএম-এর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন। কল্যাণ সভার শুরুতে গত সভায় প্রস্তাবিত বিভিন্ন বিষয়ের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। পরবর্তীতে উপস্থিত অফিসার-ফোর্সদের বিভিন্ন সমস্যা এবং প্রস্তাবনা সম্পর্কে পুলিশ সুপার অবহিত হন এবং উত্থাপিত সমস্যাসমূহ সমাধানে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।


অক্টোবর ২০২৪ মাসে মামলা নিষ্পত্তি, মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, সর্বোচ্চ ট্রাফিক প্রসিকিউশন দাখিল, সর্বোচ্চ পরোয়ানা তামিল এবং বিশেষ অভিযানের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের অর্থ পুরস্কার প্রদান করা হয়।


কল্যাণ সভায় সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) মোঃ নাসিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) আলী ফরিদ আহমেদসহ সকল থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

Images
Attachments
Publish Date
11/11/2024
Archieve Date
11/12/2024