Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
সুনামগঞ্জ জেলা পুলিশের সাথে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
Details

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন জেলার পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান পিপিএম। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রি.) বিকাল ৩টায় পুলিশ লাইন্স মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলার নেতৃবৃন্দ আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে তাদের বিভিন্ন প্রস্তুতির বিষয় তুলে ধরেন। এছাড়া সভায় যোগদানকৃত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে সর্বাত্মক সহযোগিতা কথা বলেন।


এ সময় পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিষয় সতর্ক থাকার জন্য সকলকে আহ্ববান জানান। দুর্গাপূজা উপলক্ষ্যে সরকারিভাবে সকল প্রস্তুতি গ্রহণসহ পর্যাপ্ত পরিমাণ পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক রাখার জন্য তিনি আহ্ববান জানান।


মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, জেলা সকল থানার অফিসার ইনচার্জসহ সুনামগঞ্জ জেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলাম বাংলাদেশ, ইমাম মোয়াজ্জিন পরিষদ, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

Images
Attachments
Publish Date
24/09/2024
Archieve Date
24/10/2024