সুনামগঞ্জ জেলার সাবেক বর্তমানে পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত কনস্টেবল মোঃ জুয়েল মিয়া-কে তাঁর ভাল কাজের স্বীকৃতি স্বরূপ ২০২১-২০২২ সালের শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়। শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ প্রধানের পক্ষ হতে এই সম্মাননা প্রদান করা হয়।
আজ রবিবার (১৭ সেপ্টেম্বর ২০২৩ খ্রি.) বেলা সাড়ে বারটায় সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মহোদয়ের পক্ষ থেকে সুনামগঞ্জ জেলার সাবেক কনস্টেবল মোঃ জুয়েল মিয়াকে শুদ্ধাচার পুরস্কার হিসেবে সম্মাননা পত্র ও সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্। এই সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাজন কুমার দাস, আরও-১ এসআই সোয়েল রানা উপস্থিত ছিলেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS