Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সুনামগঞ্জ জেলা পুলিশের তথ্য বাতায়নে আপনাকে স্বাগত।     সুনামগঞ্জ জেলা পুলিশের তথ্য বাতায়নে আপনাকে স্বাগত।

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি, জুন-২০২৫ || অনলাইনে আবেদন শুরু ১ জুলাই ২০২৫ এবং শেষ ২৪ জুলাই ২০২৫ || বিস্তারিত জানতে ভিজিট করুন =>> https://www.police.gov.bd/en/recruitment_information || অনলাইনে আবেদন ফরম পূরণ করতে ক্লিক করুন =>> http://police.teletalk.com.bd/trc/home.php


শিরোনাম
নবনিয়োগপ্রাপ্ত কনস্টেবলদের ব্যবহারিক প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন
বিস্তারিত

বাংলাদেশ পুলিশের মৌলিক প্রশিক্ষণ সম্পন্নকারী নবনিয়োগপ্রাপ্ত পুলিশ সদস্যদের জন্য সুনামগঞ্জ জেলা পুলিশ ৫ দিনব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। মাঠ পর্যায়ে বাস্তব জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে এই ওরিয়েন্টেশন ও ব্যবহারিক প্রশিক্ষণের আয়োজন করা হয়। মৌলিক ৪ মাসের প্রশিক্ষণ শেষে সুনামগঞ্জ জেলায় যোগদানকারী ৩০ জন কনস্টেবলের অংশগ্রহণে আজ সোমবার (৭ জুলাই) সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে এ ওরিয়েন্টেশন ও ব্যবহারিক কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ। তিনি তার উদ্বোধনী বক্তব্যে নবাগত পুলিশ সদস্যদের স্বাগত জানান এবং আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তাদের দায়িত্ব, পেশাদারিত্ব, শৃঙ্খলা, জনগণের প্রতি দায়বদ্ধতা ও মানবিক দৃষ্টিভঙ্গি বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি নবাগত সদস্যদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে এ কোর্সটি সম্পন্ন করার নির্দেশনা প্রদান করে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার প্রশিক্ষণ সংশ্লিষ্ট অফিসারবৃন্দ।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
07/07/2025
আর্কাইভ তারিখ
06/08/2025