বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। কিংবদন্তী এবং ঐতিহাসিক তথ্যাবলী থেকে অনুমান করা হয় যে, সুনামগঞ্জ জেলার সমগ্র অঞ্চল প্রাচিন কামরূপ বা প্রাগজ্যোতিষপুর রাজ্যের অন্তর্গত ছিল। ১৮৭৭ খ্রিস্টাব্দে সুনামগঞ্জ জেলাকে মহকুমায় ও ১৯৮৪ খ্রিস্টাব্দে সুনামগঞ্জ মহকুমাকে জেলায় উন্নীত করা হয়। সীমানা: উত্তরে খাসিয়া ও জৈন্তিয়া পাহাড়, পূর্বে সিলেট জেলা, দক্ষিণে হবিগঞ্জ জেলা, পশ্চিমে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা। আয়তন: ৩,৬৬৯.৫৮ বর্গ কিমি। অবস্থান: ২৪°৩৪´ থেকে ২৫°১২´ উত্তর অক্ষাংশ এবং ৯০°৫৬´ থেকে ৯১°৪৯´ পূর্ব দ্রাঘিমাংশ। জনসংখ্যা: ২০১৩৭৩৮; পুরুষ-১০৩৬৬৭৮, মহিলা-৯৭৭০৬০। মুসলিম-১৭১৫০৩৩, হিন্দু-২৯৪৭৬৫, বৌদ্ধ-২৮৪৩, খ্রিস্টান-১৩৬ এবং অন্যান্য-৯৬১। এ জেলায় মনিপুরী, খাসিয়া, হাজং, গারো প্রভৃতি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে। জলার প্রধান নদী: সুরমা, কুশিয়ারা, ধামালিয়া, যাদুকাটা, বাগড়া, ডাহুকা, সোমেশ্বরী, বাউলী।
সুনামগঞ্জ জেলার থানাসমূহ
সুনামগঞ্জ জেলার সার্কেলসমূহ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস