শিরোনাম
জেলা পুলিশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
বিস্তারিত
২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি আয়োজিত হয়। এতে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে জেলা পুলিশ, আনসার ও ভিডিপি, কারারক্ষী, ফায়ার সার্ভিস, স্কাউট সদস্য ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।
অনুষ্ঠানে পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ ও জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়া প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে তারা কুচকাওয়াজে অংশগ্রহণকারী দলের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করেন। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও দর্শনার্থীগণ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়া সভাপতিত্ব করেন এবং পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সংবর্ধনা শেষে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
এছাড়া, সুনামগঞ্জ পুলিশ লাইন্স কেন্দ্রীয় জামে মসজিদে বাদ যোহর মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। যেখানে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ উপস্থিত ছিলেন।