শিরোনাম
ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের মাঠ পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি
বিস্তারিত
সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘ডানা’-র কারণে পূর্ব নির্ধারিত পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের মাঠের পরীক্ষা, যা ২৫ থেকে ২৭ অক্টোবর, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা পরিবর্তন করে ২৯ থেকে ৩১ অক্টোবর, ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত পরীক্ষার্থীদের নিরাপত্তা এবং সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের প্রভাব বিবেচনায় নিয়ে নেওয়া হয়েছে।
১. পূর্বের প্রবেশপত্র নতুন পরীক্ষার জন্য বৈধ থাকবে। নতুন করে প্রবেশপত্র সংগ্রহ করার প্রয়োজন নেই। ২. পরীক্ষা স্থানের কোনো পরিবর্তন নেই, পূর্বের নির্ধারিত স্থানেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩. সকল পরীক্ষার্থীকে নতুন সময়সূচি অনুযায়ী প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।
বাংলাদেশ পুলিশ সবসময় নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখার জন্য বদ্ধপরিকর। ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম হবে না। আর্থিক লেনদেন বা ঘুষের মাধ্যমে কেউ নিয়োগ লাভ করতে পারবে না। শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ প্রদান করা হবে। কোনো প্রার্থী যদি নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের আর্থিক লেনদেনে জড়িত থাকে, তবে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হবে এবং তার নিয়োগ বাতিল করা হবে।
কিছু অসাধু চক্র নিয়োগ প্রক্রিয়ার নামে প্রতারণা করে থাকে। তারা সুকৌশলে চাকরি দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে টাকা-পয়সা হাতিয়ে নেয়। সকলকে এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। যদি আপনার আশেপাশে এমন কোনো প্রতারক চক্রের কার্যক্রম দৃষ্টি গোচর হয়, তবে দয়া করে দ্রুত নিকটস্থ থানায় তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন।
কোনো প্রকার প্রলোভনে কিংবা প্রতারণার ফাঁদে পা দিবেন না। বাংলাদেশ পুলিশ একটি সৎ, সাহসী, মেধাবী ও চ্যালেঞ্জ গ্রহণ করতে সক্ষম তরুণ প্রজন্মকে খুঁজছে যারা দেশের সেবা এবং সুরক্ষায় অবদান রাখতে পারে।
যেকোনো প্রশ্ন বা তথ্য জানার জন্য স্থানীয় পুলিশ স্টেশন বা পুলিশ সুপার কার্যালয়ে যোগাযোগ করুন।