শিরোনাম
বাংলা নববর্ষ-১৪৩২ উদ্যাপন উপলক্ষ্যে সুনামগঞ্জে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা
বিস্তারিত
বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপন উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য ও উৎসবমুখর বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। সকালে জাতীয় সংগীত এবং ‘এসো হে বৈশাখ’ পরিবেশনের মধ্য দিয়ে এই ঐতিহ্যবাহী উৎসবের শুভ সূচনা হয়। ১৪ এপ্রিল (সোমবার) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এবং সর্বস্তরের সাধারণ মানুষ।