বিশ্বম্ভরপুর থানার এসআই অসীম চন্দ্র দেব সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ১৪’শ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু ও ২টি নৌকা উদ্ধার করেন। গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৪ খ্রি.) বিকাল সোয়া ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর থানাধীন বাহাদুরগ্রামস্থ করচার হাওরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পলাতক আসামিরা নৌকা হতে হাওরে লাফ দিয়ে পালিয়ে যায়। পলাতক আসামিরা হলেন বিশ্বম্ভরপুর থানার মো: সাদ্দাম মিয়া (৩০), একই থানার জিনারপুর গ্রামের মো: খরসুল মিয়া (৩৭), সুনামগঞ্জ সদর থানার সৈয়দপুর গ্রামের মো: রশিদ মিয়া (২৪), একই গ্রামের মো: ফজর আলী (৪৪)। ওই সময় পলাতক আসামিদের ফেলে যাওয়া ১৪’শ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু ভর্তি ২টি স্টিলবডি নৌকা জব্দ করা হয়। জব্দকৃত বালু ও নৌকার আনুমানিক মূল্য ১৪ লক্ষ ৬৩ হাজার টাকা। এই ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস