সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার এসআই মনিরুল হক মুন্সী সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ১৫ বস্তা ভারতীয় চিনিসহ ৩ চোরাকারবারিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন বিশ্বম্ভরপুর থানার মোঃ মোশারফ হোসেন (৩৩), আফাজ উদ্দনি (২২) ও মোঃ খোরশেদ আলম (১৯)। গতকাল সোমবার (২৬ আগস্ট ২০২৪ খ্রি.) বিকাল পৌনে ৪টার দিকে বিশ্বম্ভরপুর থানাধীন চালবন পয়েন্টে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামিদের নিকট থেকে ২ হাজার কেজি (৪০ বস্তা) ভারতীয় চিনি এবং চিনি পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপভ্যান জব্দ করা হয়।
এছাড়া একই দিন রাত পৌনে ১০টার দিকে এসআই মোঃ মতিয়ার রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৮ বস্তা ভারতীয় চিনিসহ ২ চোরাকারবারিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন সুনামগঞ্জ সদর থানার মোঃ রুবেল মিয়া (৩২) এবং বিশ্বম্ভরপুর থানার মোঃ হাবিবুর রহমান (২৮)। বিশ্বম্ভরপুর থানাধীন চালবন পয়েন্টে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামিদের নিকট থেকে ৪০০ কেজি (৮ বস্তা) ভারতীয় চিনি এবং চিনি পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজি চলিত অটোরিক্সা জব্দ করা হয়।
উদ্ধারকৃত ভারতীয় চিনির আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামিরা জব্দকৃত ভারতীয় চিনি আমদানি সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। আসামিরা চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রির উদ্দেশ্যে পরিবহন করায় তাদের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক ২টি মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস