শিরোনাম
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি
বিস্তারিত
আজ ২৬শে মার্চ, বাঙালি জাতির গৌরবের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ গৌরবময় দিনটির সূচনায়, সূর্যোদয়ের সাথে সাথে সুনামগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করেন। জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে অবস্থিত শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালামসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ।