সুনামগঞ্জে ডিবির অভিযানে ৩ হাজার ঘনফুট বালুসহ গ্রেফতার-২
বিস্তারিত
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক সুমন কুমার চৌধুরী, এসআই অলক দাস ও এএসআই নুরুন্নবী মোড়ল সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৩ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালুসহ ২ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন সুনামগঞ্জ সদর থানার কালীবাড়ী গ্রামের সুহেল আহমেদ (২৬) এবং তাহিরপুর থানার বালিজুড়ি গ্রামের মোঃ লিমন (২৬)। গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট ২০২৪ খ্রি.) বিকাল সোয়া ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন বড়পাড়া সংলগ্ন সুরমা নদীতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামিদের নিকট থেকে ৩ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু ভর্তি ১টি বাল্কহেড (নৌকা) জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৭৬ লক্ষ ৫০ হাজার টাকা। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামিসহ অজ্ঞাত পলাতক আসামিদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।