সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম রাজ্জাক মিয়া (২৬), তিনি দিরাই থানার নতুন কনগাঁও গ্রামের বাসিন্দা।
গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শান্তিগঞ্জ থানার জয়কলস এলাকাধীন হাইওয়ে সড়কে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানে রাজ্জাক মিয়ার নিকট থেকে ১৬ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সাদা রঙের টয়োটা ব্র্যান্ডের প্রাইভেটকার জব্দ করা হয়। অভিযানটি পরিচালনা করেন এসআই আজিজুল হক। তার সঙ্গে ছিলেন এএসআই দিবাস চন্দ্র দাশ, কনস্টেবল রূপক চন্দ্র দেব, কনস্টেবল জাবরুল ইসলাম, কনস্টেবল দীপক মুন্ডা ও কনস্টেবল এমরান হোসেন।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস