শিরোনাম
সুনামগঞ্জে শেষ হলো টিআরসি নিয়োগ পরীক্ষার দ্বিতীয় দিনের কার্যক্রম।
বিস্তারিত
সুনামগঞ্জ জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা (সেপ্টেম্বর)-২০২৪ এর কার্যক্রম শুরু হয়েছে গতকাল। আজ বুধবার (৩০ অক্টোবর ২০২৪ খ্রি.) সকাল ৮টায় জেলা পুলিশ লাইন্স মাঠে দ্বিতীয় দিনের পরীক্ষার কার্যক্রম শুরু হয়।
প্রথম দিনে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের অংশ হিসেবে ২০০ মিটার দৌড়, লং-জাম্প, হাই-জাম্প এবং পুশ আপ পরীক্ষার আয়োজন করা হয়। জেলা পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, পিপিএম নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে এ কার্যক্রমের নেতৃত্ব দেন।
এ সময় নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) মো. নাসিম উদ্দিন, সুনামগঞ্জ সিভিল সার্জন মনোনীত দুইজন ডাক্তার এবং পুলিশ হেডকোয়ার্টার্স থেকে মনোনীত অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
দ্বিতীয় দিনের পরীক্ষায় মোট ৭২৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন, যার মধ্যে পুরুষ প্রার্থী ৬৭৫ জন এবং নারী প্রার্থী ৫০ জন। পুলিশ সুপার আজকের পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে আগামীকালের কার্যক্রম সম্পর্কে ব্রিফিং প্রদান করেন এবং সতর্ক করেন যে, কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য। তিনি বলেন, এই ধরনের কাজে জড়িত হলে আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা নেওয়া হবে এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।
উত্তীর্ণ প্রার্থীদের আগামীকালের মাঠ পরীক্ষার কার্যক্রম সকাল ৮টায় শুরু হবে।