শিরোনাম
সুনামগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত।
বিস্তারিত
সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৯ ডিসেম্বর ২০২৪ খ্রি.) সকালে জেলা পুলিশ লাইন্সের মাঠে এ প্যারেডের আয়োজন করা হয়।
সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান, পিপিএম। তিনি প্যারেডে অভিবাদন গ্রহণ, কুচকাওয়াজ ও প্যারেড পরিদর্শন করেন। প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান।
পুলিশ সুপার প্যারেডের সার্বিক মান দেখে সন্তোষ প্রকাশ করেন এবং অংশগ্রহণকারী সকল সদস্যদের প্রশংসা করেন। এ সময় তিনি বলেন, বর্তমান আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এই পরিবর্তিত পরিস্থিতিতে প্রত্যেক পুলিশ সদস্যকে সজাগ থেকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন তিনি।
প্যারেডে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।